রাঁচি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বরাবরই সাধারণভাবে থাকেন। ঝাড়খণ্ড দলের সতীর্থদের সঙ্গে রাঁচি থেকে ট্রেনে করে কলকাতা আসা হোক বা গতবারের আইপিএল চলাকালীন বিমানবন্দরের মেঝেতে শুয়ে থাকা, ধোনি সবসময়ই ব্যতিক্রমী চরিত্র। এবার রাঁচি স্টেডিয়ামে তাঁকে পিচ রোলার চালাতে দেখা গেল। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

প্রায় সাত মাস জাতীয় দলের বাইরে থাকলেও, এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন ধোনি। তিনি এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে জিএসসিএ স্টেডিয়ামে। ঝাড়খণ্ডের রঞ্জি দলের সঙ্গেও অনুশীলন করেছেন তিনি। আগামী সপ্তাহ থেকে চেন্নাইয়ে সুরেশ রায়নার সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি।