দেখুন: স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভার সঙ্গে বরফ দিয়ে মূর্তি গড়লেন ধোনি
ABP Ananda webdesk | 04 Jan 2020 07:52 PM (IST)
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে ছুটির মেজাজে দেখা গেল ধোনিকে। অনুরাগীদের জন্য সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এমএস ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।
নয়াদিল্লি: আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির ভবিষ্যত নিয়ে জোর জল্পনা চলছে। এরইমধ্যে ছুটির মেজাজে দেখা গেল ধোনিকে। অনুরাগীদের জন্য সোশাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন এমএস ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। ছবি:ইনস্টাগ্রাম ভিডিওতে ধোনি ও সাক্ষীকে তাঁদের মেয়ে জিভার সঙ্গে বরফ দিয়ে মূর্তি গড়তে দেখা গিয়েছে। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ভিডিও দ্রুত বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছেন অনুরাগীরা। ছবি:ইনস্টাগ্রাম ক্রিকেটের বাইরে ইদানিং কিছুটা সময় নিজের মতো কাটাচ্ছেন ধোনি।গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর আর নীল জার্সিতে দেখা যায়নি ধোনিকে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে শুরু করে আসন্ন শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেও ভারতীয় দলে নেই তিনি।বিশ্বকাপের পর থেকেই ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন ধোনি। আগামী আইপিএলে তাঁকে খেলতে দেখা যাবে মনে করা হচ্ছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে ধোনি তাঁর ক্রিকেট সংক্রান্ত দুটি ঘটনা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি দুটি মুহূর্তের কথা বলতে চাই। প্রথমটা যখন আমরা ২০০৭-এ টি ২০ বিশ্বকাপ জিতে দেশে ফিরলাম। মেরিন ড্রাইভে খোলা বাসে যাত্রার সময় রাস্তার দুই ধারে ছিল থিকথিকে ভিড়। সবার মুখে হাসি দেখতে পাওয়ার সেই অনুভূতি ছিল অসাধারণ। দ্বিতীয় ঘটনা ২০১১-র বিশ্বকাপের সময়, যখন ১৫-২০ রান বাকি, তখন থেকেই দর্শকরা ওয়াংখেড়ে স্টেডিয়ামে উচ্ছ্বাস শুরু করে দিয়েছিলেন।