ভিডিওটিতে দেখা যাচ্ছে, ধোনি ও তাঁর বন্ধুরা গেমিং গিয়ারে সজ্জিত। অর্থাৎ, হাতে রাইফেল, কানে ইয়ারপ্লাগ, চোখে থ্রি ডি চশমা। ধোনিকে বন্দুক হাতে পেশাদার সৈন্যর মতোই দেখিয়েছে। ধোনিরই এক বন্ধু ভিডিও রেকর্ড করেন। পরে তা ট্যুইট করা হয়।
ভিডিও গেমসের প্রতি ধোনির প্রেম সর্বজনবিদিত। আগে একবার তাঁর গেমসের সংগ্রহ শেয়ার করেছিলেন জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক। সম্প্রতি মুম্বইয়ের থানে-তে একটি গেমস পার্লারে দেখা গেল তাঁকে। তবে সেখানে ধোনিকে দেখার জন্য ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। বেশিক্ষণ গেমসে মজে থাকা আর হয়ে ওঠেনি তাঁর।