পঞ্জাব হারলেও তাদের এক তরুণ খেলোয়াড় তাঁর বোলিংয়ে সবাইকে মুগ্ধ করেছেন। তিনি আফগানিস্তানের তারকা স্পিনার মুজিব উর রহমান। কোহলিকে একটা দুরন্ত বলে আউট করলেন তিনি।
১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্রেন্ডন ম্যাকুলামকে হারিয়ে ধাক্কা খায় বেঙ্গালুরু। এরপর ব্যাটিং করতে নেমে ডি ককের সঙ্গে দ্রুত রান তুলতে শুরু করেন কোহলি। ১৬ বলে চারটি চারের সাহায্যে ২১ রান করেন। এরপরই পঞ্চম ওভারে বল করতে আসেন মুজিব।
১৭ বছরের এই উঠতি অফ-ব্রেক বোলার অফ স্ট্যাম্পের বাইরের দিকে একটি গুগলি বল করেন। ড্রাইভ করতে যান কোহলি। কিন্তু বল তাঁর প্যাড ও ব্যাটের ফাঁক দিয়ে সোজা উইকেট ভেঙে দেয়।
এখনও পর্যন্ত দুটি ম্যাচ খেলে তিনটি উইকেট পেয়েছেন মুজিব।