তিরুবনন্তপুরম: রবিবার তিরুবনন্তপুরমের ম্যাচে ভারতকে আট উইকেটে হারিয়ে চলতি টি ২০ সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চলতি সিরিজে ক্যারিবিয়ান পেসার কেসরিক উইলিয়াসের সঙ্গে ভারতের অধিনায়ক বিরাট কোহলির দ্বৈরথ বেশ জমে উঠেছে। দুই খেলোয়াড়য়ের টক্করের তৃতীয় পর্বটি রবিবারের ম্যাচে কারুর নজর এড়াল না। ভারতের রান মেশিনকে আউট করে নতুন ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করলেন ক্যারিবিয়ান সিমার। তাঁর বলে মাত্র ১৯ রান করে আউট হন কোহলি।


সিরিজের প্রথম ম্যাচে উইলিয়ামসের ‘নোটবুক’ উৎসবের ভঙ্গি করে ক্যারিবিয়ান পেসারকে জবাব দিয়েছিলেন কোহলি। রবিবারের ম্যাচে কোহলির উইকেট নেওয়ার পর আর তাঁর পরিচিত ‘নোটবুক’ উৎসব করতে দেখা গেল না উইলিয়ামসকে।পরিবর্তে ঠোঁটে আঙুল গিয়ে চুপ করানোর ভঙ্গি করলেন তিনি। আর এভাবে তিনি তাঁর সহ খেলোয়াড়দের চুপ থাকাতে ইঙ্গিত করলেন।



আর তাঁর এই বিশেষ উচ্ছ্বাস প্রকাশের ভঙ্গি গত ম্যাচের বদলা বলেই মনে করা হচ্ছে।
হায়দরাবাদের ম্যাচে কোহলি ‘নোটবুক’ উৎসব করে উইলিয়ামসকে জবাব দিয়েছিলেন।ম্যাচের পর কোহলি বলেছিলেন, ২০১৭-তে জামাইকায় একটি টি ২০ ম্যাচে তাঁকে আউট করার পর ‘নোটবুক’ উৎসব করেছিলেন উইলিয়ামস। বিষয়টি যে তিনি ভোলেননি তা জানিয়ে দেন কোহলি।