অস্ট্রেলিয়ার ইনিংসের ১৫ তম ওভারে রবীন্দ্র জাডেদার একটি ফ্লাইটেড ডেলিভারিতে ওপেনার মার্কাস হ্যারিস এগিয়ে এসে মিড-অনের দিকে শট খেলেন। বল মাটির ওপরে ছিল। রাহুল ক্যাচ ধরার দুরন্ত চেষ্টা করেন। শরীর পুরো ছুঁড়ে দিয়ে ক্যাচটি তালুবন্দী করার চেষ্টা করেন। কিন্তু হাত পৌঁছনোর আগেই বল মাটি স্পর্শ করে। আম্পায়ারদের কাছে বিষয়টি স্পষ্ট ছিল না, সেটি ক্যাচ ছিল কিনা। কিন্তু তাঁরা টিভি আম্পায়ারের দ্বারস্থ হওয়ার আগেই রাহুল জানিয়ে দেন, ক্যাচটা হয়নি। হাতে আসার আগেই তা মাটি ছুঁয়েছে।
রাহুলের এই সসতা অন-ফিল্ড আম্পায়ার ইয়ান গৌল্ডের প্রশংসা আদায় করে নেয়। তাঁকে করতালি দিতে দেখা যায় এবং রাহুলের প্রশংসা করতেও শোনা যায়। তিনি বলেন, অসাধারণ।