গুরগাঁও: পয়লা জানুয়ারি চলে গিয়েছে ঠিকই। কিন্তু সান্তা ক্লজ টুপি দিব্যি দেখা যাচ্ছে ইতিউতি। সেই সুযোগই পুরোপুরি নিল গুরগাঁওয়ের একদল দুষ্কৃতী। কাকভোরের ঘন কুয়াশার সুযোগে মাথায় সান্তা টুপি চড়িয়ে ১৪টি দোকানপাট ও ব্যাঙ্ক লুঠ করল তারা। ফলে সিসিটিভি ফুটেজেও চোরেদের মুখ বুঝতে পারছে না পুলিশ।
গতকাল রাত সাড়ে তিনটে নাগাদ ১০ চোরের দল গুরগাঁওয়ের খান্দাসা এলাকার ১৪টি দোকান লুঠ করে। পৌনে এক ঘণ্টার মধ্যে টাকা, মালপত্র মিলিয়ে লাখ লাখ টাকার জিনিস নিয়ে চম্পট দেয় তারা। এছাড়া লুঠ করে দুটি ব্যাঙ্কও। বিভিন্ন দোকান থেকে তারা নিয়েছে টাকা, ল্যাপটপ কম্পিউটার, মোবাইল ফোন, আগুন নেভানোর জিনিসপত্র সহ নানা কিছু। তাৎপর্যপূর্ণ হল, এই দোকানপাট ও ব্যাঙ্কগুলির কোনওটাই পুলিশ স্টেশন থেকে ৫০০ মিটারের বেশি দূরে নয়। ইউকো ব্যাঙ্ক ও ইন্দাসইন্ড ব্যাঙ্কে তারা দেওয়ালে গর্ত করার চেষ্টা করে কিন্তু ড্রিল মেশিনের শব্দে আশপাশের বাড়ির মানুষের ঘুম ভেঙে যাওয়ায় সেই চেষ্টা সফল হয়নি।
দোকান মালিকরা জানিয়েছেন, তাঁদের অন্তত ৫০ লাখ টাকার লোকসান হয়েছে। তাঁদের অভিযোগ, পুলিশের থেকে অনেক বেশি বুদ্ধিমান এই চোরেরা, তাদের কাজের ধরনেই তা স্পষ্ট। এলাকায় পুলিশি টহলদারি কম, সেই সুযোগও চোরেরা নিয়েছে বলে তাঁরা অভিযোগ করেছেন। ইউকো ব্যাঙ্কের ম্যানেজার মোহন লাল জানিয়েছেন, বাইক চুরি এখান থেকে নিয়মিত হয় কিন্তু ব্যাঙ্ক ডাকাতি অত্যন্ত সিরিয়াস ব্যাপার। পুলিশের ভরসায় না থেকে রাতে পাহারা দেওয়ার জন্য বেশিসংখ্যক বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করবেন তাঁরা।
পুলিশ বলেছে, সান্তা ক্লজ টুপি পরে থাকার জন্য চোরেদের মুখ বুঝতে পারছে না তারা। তবু সিসিটিভি দেখে দুজন অজানা ব্যক্তির বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে।
মাথায় সান্তা টুপি চড়িয়ে গুরগাঁওয়ে পরপর দোকানপাট, ব্যাঙ্ক লুঠ করল চোরের দল
ABP Ananda, Web Desk
Updated at:
05 Jan 2019 10:12 AM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -