তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া ২৩৬/৬, ঐতিহাসিক সিরিজ জয়ের হাতছানি ভারতের সামনে
Web Desk, ABP Ananda
Updated at:
05 Jan 2019 12:18 PM (IST)
NEXT
PREV
অস্ট্রেলিয়াকে সাময়িক স্বস্তি দিল বৃষ্টি। আলো কম থাকায় চায়ের বিরতির ঘন্টাখানেক পরে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলা বন্ধ হয়ে যায়।তারপর বৃষ্টি নামে ঝেঁপে। ৬ উইকেট হারিয়ে ২৩৬ রানে ব্যাটিং করছিল টিম অস্ট্রেলিয়া। তখন আলো কমে আসায় বাধ্য হয়ে ম্যাচ বন্ধ করে দিতে হয় আম্পায়ারদের। তখন ব্যাট করছিলেন পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কিউমিনস। চায়ের বিরতির মধ্যেই পড়ে গিয়েছিল পাঁচ উইকেট। শুক্রবার সাত উইকেটে ৬২২ রান তুলে প্রথম ইনিংস ছেড়ে দেয় ভারত। সিরিজে ২-১ এগিয়ে আছে ভারত। সিডনি টেস্ট এখন ভারতের নিয়ন্ত্রণেই । এমত পরিস্থিতিতে অস্ট্রেলিয়াকে সাময়িক ভাবে প্রবল চাপ থেকে উদ্ধার করল বৃষ্টিই। এই টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে কোহলির ভারত। আপাতত সেই ঐতিহাসিক জয় সময়ের অপেক্ষা বলেই মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -