ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিককে। ক্রুণাল অবশ্য টি-২০ সিরিজের দলে ছিলেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তিনি টেস্ট সিরিজের দলে সুযোগ না পাওয়ায় দেশে ফিরে এসেছেন। এই ক্রিকেটার জানিয়েছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের পর আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এই মরসুমে এটাই আমার প্রথম সিরিজ ছিল। ভাল খেলোয়াড়দের বিরুদ্ধে এই পারফরম্যান্স দেখাতে পেরে আনন্দ পেয়েছি। আমি আগামী মরসুমেও এই পারফরম্যান্স ধরে রাখতে চাই। আমি ভারতীয় দলের হয়ে সব ফর্ম্যাটেই খেলতে চাই।’ দেখুন, মুম্বইয়ের রাস্তায় ৩.৭৩ কোটি টাকার ল্যাম্বরগিনিতে দেখা গেল হার্দিক ও ক্রুণালকে
Web Desk, ABP Ananda | 19 Aug 2019 10:31 AM (IST)
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হয়েছে হার্দিককে। ক্রুণাল অবশ্য টি-২০ সিরিজের দলে ছিলেন এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
মুম্বই: ভারতীয় দল যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত, তখন মুম্বইয়ের রাস্তায় বিলাসবহুল গাড়িতে দেখা গেল হার্দিক ও ক্রুণাল পাণ্ড্যকে। ৩.৭৩ কোটি টাকা দামী কমলা রঙের ল্যাম্বরগিনি গাড়িতে এই দুই ক্রিকেটার ভাইয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।