নয়াদিল্লি: গতকাল পোর্ট এলিজাবেথে পঞ্চম একদিনের ম্যাচে জিতে সিরিজ ৪-১ জিতে নিয়েছে ভারত। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল ভারত। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয়ের ইতিহাস গড়ল মেন ইন ব্লু ব্রিগেড। চলতি একদিনের সিরিজে ব্যাটে রান পাননি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ড্য। বোলিংয়েও পারফরম্যান্স সে রকম আহামরি কিছু ছিল না। কিন্তু সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ভূমিকা পালন করলেন হার্দিক। গতকালের ম্যাচেও ভারতীয় ফিল্ডাররা ক্যাচ ফস্কেছেন। একবার মার্করামের, অন্যবার হাসিম আমলার। কিন্তু হার্দিক ছিলেন দারুণ উজ্জ্বল। বল হাতে মার্করাম ও ডিভিলিয়ার্সের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট ছাড়াও দুরন্ত ফিল্ডিংয়ে রান আউট করলেন বিপজ্জনক হয়ে ওঠা হাসিম আমলাকে। লং অন এলাকা থেকে এক টিপে নন স্ট্রাইকার প্রান্তের স্ট্যাম্প ভেঙে দিলেন হার্দিক। এরপর আবার দক্ষিণ আফ্রিকার ইনিংসের শেষের দিকে তাব্রেজ শামসির ক্যাত এক হাতে লুফে নেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪২ তম ওভারে কুলদীপ যাদব শামসিকে একটি ফুল লেংথ ডেলিভারি করেন। শামসি বড় শট খেলতে যান। বলে ব্যাট লাগলেও শটে জোর ছিল না। লং অন এলাকায় বল চলে যায়। ক্যাচ ধরতে লং অন থেকে শিখর ধবন ও লং অফ থেকে হার্দিক ছুটে আসেন। কিন্তু কেউ একে অপরকে থামার কথা বলেননি। একটা সময় মনে হচ্ছিল একে অপরের সঙ্গে ধাক্কা খাবেন হার্দিক ও ধবন। কিন্তু হার্দিক গতি কমিয়ে এক হাত বাড়িয়ে ক্যাচটি ধরে নেন। এভাবে তাঁর ক্যাচ দেখে দর্শক, এমনকি ধারাভাষ্যকাররাও উত্ফুল্ল হয়ে ওঠেন। দলের সহ খেলোয়াড়দের মুখেও তখন হাসি।