মুম্বই: সপ্তাহের প্রথম কাজের দিনেই তেজী শেয়ার বাজার। আজ দিনের শুরুতেই ২৬৯ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছে যায় ৪০,৪৩৪.৮৩ পয়েন্টে। নিফটিও ৭৫.৮৫ পয়েন্ট বেড়ে হয় ১১,৯৬৬.৪৫ পয়েন্ট। আইসিআইসিআই ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড, আইটিসি, টিসিএস, এইচডিএফসি ব্যাঙ্ক, টাটা স্টিল, বেদান্ত, টাটা মোটর্স, স্টেট ব্যাঙ্ক, এইচসিএল, সান ফার্মা, ভারতী এয়ারটেলের শেয়ারের দর ৩.২০ শতাংশ বেড়েছে। ইয়েস ব্যাঙ্ক, হিরো মোটোকর্প, বাজাজ অটো ও এইচইউএল-এর শেয়ারের দর অবশ্য ৪.৮০ শতাংশ কমেছে।
এর আগে সেনসেক্স ছিল ৪০,১৬৫.০৩ পয়েন্টে। নিফটি ছিল ১১,৮৯০.৬০ পয়েন্টে। আজ সেনসেক্স ও নিফটি দু’টি শেয়ার সূচকেরই উন্নতি হল। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চিনের বাণিজ্যিক চুক্তি হওয়ার খবরে সাংহাই, হংকং ও সোলের শেয়ার বাজারও চাঙ্গা হয়ে উঠেছে। ওয়াল স্ট্রিটেও শেয়ারের দর চড়া। টোকিওর শেয়ার বাজারে অবশ্য পতন হয়েছে।
তেজী শেয়ার বাজার, সেনসেক্স ছাড়াল ৪০ হাজার
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2019 01:14 PM (IST)
এর আগে সেনসেক্স ছিল ৪০,১৬৫.০৩ পয়েন্টে। নিফটি ছিল ১১,৮৯০.৬০ পয়েন্টে।
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -