এই ম্যাচে অবশ্য টানটান লড়াইয়ের পর তিন রানে জয় পায় সিডনি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে সিডনি। ওপেনার খাজা ৬৩ এবং তিন নম্বরে নামা কালাম ফার্গুসন ৭৩ রান করেন। সিডল রান আউট করা ছাড়াও জোড়া উইকেট নেন। জবাবে অ্যাডিলেড ৯ উইকেটে ১৬৫ রানেই থেমে যায়। ওপেনার জেক ওয়েদারাল্ড ৫২ ও রশিদ খান ৪০ রান করেন। শেষ ২ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। কিন্তু রশিদ আউট হয়ে যেতেই অ্যাডিলেডের জয়ের আশা শেষ হয়ে যায়।