এই ম্যাচে অবশ্য টানটান লড়াইয়ের পর তিন রানে জয় পায় সিডনি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান করে সিডনি। ওপেনার খাজা ৬৩ এবং তিন নম্বরে নামা কালাম ফার্গুসন ৭৩ রান করেন। সিডল রান আউট করা ছাড়াও জোড়া উইকেট নেন। জবাবে অ্যাডিলেড ৯ উইকেটে ১৬৫ রানেই থেমে যায়। ওপেনার জেক ওয়েদারাল্ড ৫২ ও রশিদ খান ৪০ রান করেন। শেষ ২ বলে জয়ের জন্য দরকার ছিল ৫ রান। কিন্তু রশিদ আউট হয়ে যেতেই অ্যাডিলেডের জয়ের আশা শেষ হয়ে যায়। দেখুন, ধোনির ভঙ্গিতে রান আউট সিডলের
Web Desk, ABP Ananda | 31 Dec 2019 07:52 PM (IST)
এই ম্যাচে অবশ্য টানটান লড়াইয়ের পর তিন রানে জয় পায় সিডনি।
অ্যাডিলেড: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মতোই উইকেটের দিকে না তাকিয়ে রান আউট করলেন অস্ট্রেলিয়ার পেসার পিটার সিডল। আজ বিগ ব্যাশ লিগে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে সিডনি থান্ডারের বিরুদ্ধে ম্যাচে উসমান খাজাকে আউট করেন তিনি। ক্রিকেটপ্রেমীরা এই রান আউট দেখে উচ্ছ্বসিত।