মেলবোর্ন: টেনিস কোর্টে তিনি সর্বকালের অন্যতম সেরা। সাফল্যের ঝুলিতে ১৯টি গ্র্যান্ড স্ল্যাম।

সেই রাফায়েল নাদালের মানবিক দিকটাও এবার ধরা পড়ল টেনিস কোর্টে। অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর শটে চোট পাওয়া বলগার্লকে আদর করলেন স্পেনের মহাতারকা। জিতে নিলেন অসংখ্য মানুষের হৃদয়।

ঘটনাটি বৃহস্পতিবারের। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে রড লেভার এরিনায় আর্জেন্তিনার ফেদেরিকো দেলবোনিসের মুখোমুখি হয়েছিলেন নাদাল। দেলবোনিসের সার্ভিস রিটার্ন করার সময় আচমকাই লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি লাগে কোর্টের পাশে দাঁড়ানো এক বলগার্লের গালে। শটটি বাচ্চা মেয়েটির দিকে যাচ্ছে দেখে তার আগেই শিহরিত হয়ে উঠেছিলেন রাফা। মেয়েটি চোট পাওয়ার পরই দৌড়ে যান নাদাল। বলগার্লের টুপি তুলে চোটের জায়গা পরীক্ষা করেন। মেয়েটি তাঁকে জানায় যে, সে ঠিক আছে। তারপরই মেয়েটির চোট পাওয়া গালে চুম্বন করেন রাফা। স্নেহশীল রাফাকে দেখে তখন গ্যালারির সকলে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন।

পরে অস্ট্রেলীয় ওপেনের সোশ্যাল মিডিয়ায় ঘটনাটির ভিডিও শেয়ার করা হয়। এবং মুহূর্তে তা ভাইরাল হয়।




স্ট্রেট সেটে ম্যাচ জেতার পর রাফা বলেন, ‘আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম কারণ রিটার্নটি বেশ জোরের সঙ্গে সরাসরি গিয়ে ওর মুখে লাগে। মেয়েটি খুব সাহসী।’ গ্যালারিতে হাজির ছিলেন নাদালের স্ত্রী জিসকা পেরেলো। স্ত্রীর সামনে চুম্বন করলেন, চিন্তা হয়নি? সঞ্চালকের প্রশ্নে হাসতে হাসতে রাফা বলেন, ‘মনে হয় না ১৫ বছর পরে ও আর এসব নিয়ে এত ভাবে বলে।’ তারপর মেয়েটির উদ্দেশে বলেন, ‘তোমাকে সুস্থ দেখে ভীষণ আনন্দ হচ্ছে। ওয়েলডান।’