কলকাতা: ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে এখনও পর্যন্ত মাত্র এক ওভার বল করার সুযোগ পেয়েছেন রবীন্দ্র জাডেজা। কিন্তু ফিল্ডিংয়ে নজর কেড়ে নিলেন তিনি। চতুর্থ দিন সকালে যেভাবে তিনি দুর্দান্ত গ্রাউন্ড ফিল্ডিংয়ের পরিচয় দিলেন, সেটা দেখে দর্শকদের মতোই সতীর্থরাও আপ্লুত।



ভুবনেশ্বর কুমারের একটি শর্ট বলে পুল করেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ। বলটি দ্রুতগতিতে বাউন্ডারি লাইনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু লং লেগে থাকা জাডেজা শরীর ছুঁড়ে দিয়ে বাজপাখির মতো ছোঁ মেরে বলটি আটকে দেন। এরপরেই উঠে দাঁড়িয়ে বলটি দ্রুত স্ট্রাইকার প্রান্তে পাঠিয়ে দেন জাডেজা। বলটি অল্পের জন্য উইকেটে লাগেনি। না হলে হেরাথ রান আউট হয়ে যেতেন।