দেখুন: আজিঙ্কা রাহানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কীভাবে রান আউট হলেন ঋষভ পন্থ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Feb 2020 04:37 PM (IST)
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় দিনের খেলা শুরু করেন আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ। প্রথম দিনের শেষে তাঁর অপরাজিত ছিলেন।
অকল্যান্ড: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ভারতের ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় দিনের খেলা শুরু করেন আজিঙ্কা রাহানে ও ঋষভ পন্থ। প্রথম দিনের শেষে তাঁর অপরাজিত ছিলেন। কিন্তু দুই ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হতে হল পন্থকে। ১৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। রাহানে টিম সাউদির বল স্কোয়ারে ঠেলে দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেন। কিন্তু কিউই ফিল্ডার এজাজ পটেল দ্রুত বলের কাছে পৌঁছে যান এবং বল তুলে স্ট্রাইকার প্রান্তের উইকেট লক্ষ্য করে ছুঁড়ে দেন। পন্থ ননস্ট্রাইকিং প্রান্তে থেকে পৌঁছনোর আগেই বল উইকেটে লাগে এবং তিনি রান আউট হয়ে যান। কিন্তু এজাজ যেভাবে বল ছুঁড়েছিলেন, মনে হচ্ছিল যে উইকেটরক্ষক ওই বল ধরতে পারবেন না। রান আউটের সুযোগ হাতছাড়া হবে। কিন্তু উইকেটরক্ষক পৌঁছনোর আগেই বল সরাসরি স্টাম্পে লাগে। তখন ফ্রেমেই ছিলেন না পন্থ। এভাবে রান আউট হয়ে ক্ষুব্ধ হন পন্থ। প্যাভিলয়নে যাওয়ার পথে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি। প্রায় একমাস পরে খেলার সুযোগ পেয়েছেন পন্থ। কিন্তু ১৯ রান করে প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। উল্লেখ্য, ওয়ার্মআপ ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন পন্থ। তিনি ভালো ফর্মে রয়েছেন বলেই মনে হচ্ছিল। শেষপর্যন্ত ভারতের ইনিংস ১৬৫ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন রাহানে (৪৬)। দ্বিতীয় দিনের শেষে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের রান ৫ উইকেটে ২১৬।