দেখুন, মেজাজ হারিয়ে নবদীপকে মাথা খাটাতে বললেন রোহিত
Web Desk, ABP Ananda | 26 Sep 2019 12:42 PM (IST)
১২-তম ওভারে নবদীপের পরপর দু’টি বলে বাউন্ডারি হয়।
নয়াদিল্লি: রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ চলাকালীন ভারতীয় দলের তরুণ পেসার নবদীপ সাইনির উপর ক্ষুব্ধ হয়ে তাঁকে মাথা খাটাতে বলেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৪ রান করে ভারতীয় দল। রান তাড়া করতে নেমে সহজেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ১২-তম ওভারে নবদীপের পরপর দু’টি বলে বাউন্ডারি হয়। এর মধ্যে একটি বল লেগ সাইডে ফুলটস ছিল। সহজেই সেই বলে বাউন্ডারি মারেন টেম্বা বাভুমা। সেই সময় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি মাঠের বাইরে ছিলেন। ফলে অধিনায়কত্ব করছিলেন সহ-অধিনায়ক রোহিত। তিনি মেজাজ হারিয়ে নবদীপকে বকাঝকা করেন।