নয়াদিল্লি: আয়কর রিটার্নের শেষ দিন ৩০ সেপ্টেম্বরের বদলে ১৫ অক্টোবর করা হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের (সিবিডিটি) যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, সেটি ভুয়ো বলে জানিয়ে দিল আয়কর দফতর। ট্যুইট করে আয়কর দফতরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আয়কর রিটার্নের শেষ দিন বাড়ানো হচ্ছে না।



এর আগেও আয়কর রিটার্নের শেষ দিন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভুয়ো খবর ছড়িয়েছিল। ফের একই ঘটনা দেখা গেল। আয়কর দফতরের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, ৩০ সেপ্টেম্বরই আয়কর রিটার্নের শেষ দিন। এই দিন বাড়ানো হচ্ছে না। করদাতাদের ভুয়ো খবর বিশ্বাস করা উচিত নয়।