নয়াদিল্লি: দীর্ঘ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে ভারতীয় দলের ওপেনার রোহিত শর্মা এখন তাঁর সদ্যোজাত মেয়ে সামাইরাকে নিয়ে মশগুল। মেয়ের সঙ্গে দারুণ সময় তিনি কাটাচ্ছেন, তা বলাই বাহুল্য। গত ৩১ ডিসেম্বর বাবা হয়েছিলেন রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালে সন্তানের জন্মের পর স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছিলেন রোহিত। পরে ৮ জানুয়ারি একদিনের সিরিজের জন্য দলের সঙ্গে যোগ দেন। তারপর প্রায় একমাস পরে ভারতীয় দলের সহ অধিনায়ক বাড়িতে ফিরেছেন এবং তাঁর একঝাঁক খুশিকে নিয়ে বেজায় ব্যস্ত। ছোট্ট সামাইরার সঙ্গে রোহিতের খেলায় মেতে থাকার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় মন কেড়েছে। রোহিতের স্ত্রী রিতিকাও ইনস্টাগ্রামে তাঁদের মেয়ের ঘুমিয়ে ঘুমিয়ে হঠাত্ করে মিষ্টি হাসির একটি ভিডিও পোস্ট করেছেন। আর তা দেখে উচ্ছ্বাস ঢেকে রাখতে পারেননি অনুরাগীরা। তাঁদের কেউ কেউ তো আবার মন্তব্য করেছেন, সামাইরার হাসিমুখের ছবিটা অনেকটা তার বাবার মতো। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হয়েছেন রোহিত। যদিও ওই সিরিজ ভারত ১-২ হেরেছে।