মুম্বই: বিশ্বকাপের কথা মাথায় রেখে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটারকে পালা পালা করে সবিশ্রাম দেওয়ার ভাবনাচিন্তা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি, হ-অধিনায়ক রোহিত শর্মা সহ একাধিক সিনিয়র ক্রিকেটার।
বোর্ডের এক সূত্রের মতে, ইংল্যান্ডের মাটিতে হতে চলা ২০১৯ বিশ্বকাপের আগে, দলের রিজার্ভ বেঞ্চের শক্তি-পরীক্ষা করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, বিশ্বকাপের স্কোয়াডে বিভিন্ন পজিশনের ‘ব্যাক-আপ’ বাছাইয়ের প্রক্রিয়াও চালাতে চায় দল নির্বাচন কমিটি।
আগামী ৩ মার্চ থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দেশের মাটিতে ৫-ম্যাচের দ্বিদেশীয় একদিনের সিরিজ খেলবে ভারত। বলা বাহুল্য, সেটিই হবে, বিশ্বকাপের আগে ভারতের শেষ একদিনের সিরিজ। ফলত, সেখানেই বিশ্বকাপের চূড়ান্ত ১৫ জনকে বাছাই করতে চায় টিম ম্যানেজমেন্ট।
বোর্ড সূত্রে খবর, ভারতীয় একদিনের দলে যাঁরা অনিয়মিত, তাঁদেরকে এই সিরিজে সুযোগ দেওয়া হবে। যেমন-- গত জানুয়ারি থেকে একটিও একদিনের ম্যাচ খেলেননি অজিঙ্ক রাহানে। ২০১৮ সালে মাত্র তিনটি একদিনের ম্যাচ খেলেছেন কে এল রাহুল। এই দুজনকে মূলত দলের দুই রেগুলার ওপেনার রোহিত শর্মা ও শিখর ধবনের বিকল্প হিসেবে ভাবা হয়েছিল। কিন্তু, তাঁরা তেমন সুযোগ পাননি। ফলত, আসন্ন সিরিজ তাঁদের কাছে শেষ সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে।
এছাড়া, ওই সিরিজে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যেতে পারে দলের প্রথম সারির বোলারদেরও। যেমন-- মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও যযুবেন্দ্র চহালকে মাঝে মধ্যে বিশ্রাম দেওয়া হতে পারে। সূত্রের খবর, ঋষভ পন্ত ও দীনেশ কার্তিক বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে থাকবেন। বিজয় শঙ্কর ও শুভমান গিলকেও মিডল-অর্ডারে ব্যবহার করার ভাবনা চলছে।