নয়াদিল্লি: বোলিং মেশিনের সামনে মহম্মদ কাইফের ছেলের ব্যাটিংয়ের তারিফ করলেন স্বয়ং কিংবদন্তী সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইটারে জুনিয়র কাইফের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কভারে একটি শট খেলছেন কাইফের ছেলে। এই শটেরই প্রশংসা করেছেন সচিন। ভারতীয় দলের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন কাইফ। ২০০২ সালে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে তাঁর অনবদ্য ব্যাটিং ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। কভারে ফিল্ডিং করতেন কাইফ। তাঁর ছেলে আবার দেখা যাচ্ছে কভারে শট খেলতেই বেশি পছন্দ করে।