এর আগে আইপিএল-এ কনিষ্ঠতম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছিলেন রোহিত শর্মা। তিনি ২০০৯ সালের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেকান চার্জার্সের বিরুদ্ধে ২২ বছর ৬ দিন বয়সে হ্যাটট্রিক করেছিলেন। কুরান হ্যাটট্রিক করেছেন ২০ বছর ৩০২ দিন বয়সে। হ্যাটট্রিক করার পথে হর্ষল পটেল, কাগিসো রাবাডা ও সন্দীপ শর্মাকে আউট করেন এই পেসার। দেখুন, আইপিএল-এ কনিষ্ঠতম বোলার হিসেবে হ্যাটট্রিক স্যাম কুরানের
Web Desk, ABP Ananda | 02 Apr 2019 04:01 PM (IST)
মোহালি: গতকাল আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। এই জয়ের অন্যতম নায়ক ইংল্যান্ডের বাঁ হাতি পেসার স্যাম কুরান। মাত্র ২.২ ওভারে ১১ রান দিয়ে চার উইকেট নেন তিনি। আইপিএল-এর ইতিহাসে কনিষ্ঠতম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন কুরান।