ভিডিওতে দেখুন, নিজের বলেই চমকপ্রদ ক্যাচ শার্দুল ঠাকুরের
Web Desk, ABP Ananda | 21 Apr 2018 04:28 PM (IST)
পুণে: আইপিএল-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নিজের বলেই চোখধাঁধানো ক্যাচ নিয়ে চমক দিলেন চেন্নাই সুপার কিংসের পেসার শার্দুল ঠাকুর। রাজস্থানের ইনিংসের ১৬-তম ওভারে তাঁর বলে পুল করতে যান স্টুয়ার্ট বিনি। ব্যাটে-বলে ঠিকমতো না হওয়ায় বলটি বিনির কাছেই উঁচু হয়ে যায়। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ ধরে নেন শার্দুল। সবাই তাঁর এই অনবদ্য ক্যাচের তারিফ করছেন। দেখুন সেই ক্যাচ