নয়াদিল্লি: চলতি আইপিএলের গোড়ায় রাজস্থান রয়্যালস ক্রিকেটার জোস বাটলারকে ‘মাকড়ীয়’ রান আউট করে ক্রিকেট দুনিয়াকে বিভক্ত করে দেন রবিচন্দ্রন অশ্বিন। অফ-স্পিনারের এই পন্থা অবলম্বন করা নিয়ে ক্রিকেট দুনিয়ায় তুমুল ঝড় ওঠে। যদিও, শত সমালোচনা সত্ত্বেও, নিজের অবস্থানেই অনড় ছিলেন অশ্বিন। বাটলারকে ‘মাকড়ীয়’ রান আউট করাকে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই ‘অখেলোয়াড়োচিত আচরণ’ হিসেবে উল্লেখ করেন। তবে, নিজের কাজে বিন্দুমাত্র অনুতাপ দেখাননি অশ্বিন।
তার প্রমাণ মেলে শনিবার ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে। এবার তাঁর লক্ষ্য ছিল দিল্লি ক্যাপিটালসের শিখর ধবন। ঘটনাটি ঘটে দিল্লির ইনিংসের ১৩তম ওভারে। পঞ্জাবের রান তাড়া করছিল দিল্লি। অশ্বিন বল করছিলেন। নন-স্ট্রাইকার প্রান্তে ছিলেন ধবন। ক্রিজে এসে বল ছাড়ার ঠিক আগের মুহূর্তে আটকে যান অশ্বিন। সহজেই অনুমেয়, ধবনকে আউট করার জন্যই তিনি থমকান। কিন্তু, তৈরি ছিলেন ধবনও। সম্ভবত, অশ্বিনের ‘পরিকল্পনা’ ও অতীতের ঘটনা তাঁর মাথায় ছিল। তাই নিজের ব্যাট ক্রিজের মধ্যে রেখে দিয়েছিলেন।
এরপর, অশ্বিন যখন নিজের রান-আপে ফিরে যাচ্ছিলেন, তখন এক হাঁটু ভেঙে বসে নিজের অসন্তোষ প্রকাশ করেন বা-হাঁতি ব্যাটসম্যান। এখানেই শেষ নয়। অশ্বিন যখন পরের বল করতে আসছিলেন, তখন তাঁকে ভড়কে দেওয়ার জন্য অদ্ভুতভাবে নেচে দেখান তিনি। ধবনের এই নাচ দেখে উল্লাসে ফেটে পড়েন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। এমনকী, ধারাভাষ্যকাররাও এই নিয়ে মস্করা করেন।


নীচে দেখুন সেই ভিডিও: