গত মাসেই একদিনের আন্তর্জাতিক থেকে অবসরের কথা ঘোষণা করেছেন শোয়েব। তবে গ্লোবাল লিগ টি-২০ প্রতিযোগিতায় ভালই খেলছেন তিনি। উলভসের বিরুদ্ধে নাইটসের ইনিংসের ১৩-তম ওভারে ইশ সোধির বলে ছক্কা মেরে প্রথমে কাচ ভাঙেন শোয়েব। এরপর ১৬-তম ওভারে জাতীয় দলের প্রাক্তন সতীর্থ ওয়াহাব রিয়াজের বলে ছক্কা মেরে আরও একবার কাচ ভাঙেন এই ডানহাতি ব্যাটসম্যান।