মুম্বই: ব্যাকগ্র্যাউন্ডে বাজছে মার্কিন র্যাপার সেন্ট জেএইচএনের জনপ্রিয় গান 'রোজেস'। আর কাঠের ফ্লোরে ঝড় তুলছেন দুই তরুণ-তরুণী।
আর সেই ভিডিও ১০ ঘণ্টার মধ্যে প্রায় সাত লক্ষ মানুষ দেখে ফেললেন! হবে নাই বা কেন, কারণ সেই ভিডিওর দুই ডান্সার তো আর আম আদমি নন। সেলিব্রিটি।
একজন সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলের সদস্য শ্রেয়স আইয়ার। অন্যজন ধনশ্রী বর্মা। যিনি পেশায় চিকিৎসক, কোরিওগ্রাফার ও ইউটিউবার। পাশাপাশি আর একটা পরিচয়ও রয়েছে। তিনি জাতীয় দলের তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী।
বুধবার ডান্স ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আইয়ার। সঙ্গে লেখেন, ‘আমরা কি পা নিয়ে ভাবছি?’ ধনশ্রীর পাশাপাশি ভিডিওটিতে তিনি ট্যাগ করেন ফটোগ্রাফার ও সিনেমাটোগ্র্যাফার কিশ-কে। যিনি এমজে ফাইভ ডান্স গ্রুপের সঙ্গে থাকেন।
বুধবার দুপুরে শ্রেয়স ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করতে না করতেই তা ভাইরাল হয়। প্রথম তিন ঘণ্টায় প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ ভিডিওটি দেখেন।
যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী বর্মা ভাল ডান্সার। সুযোগ পেলেই নাচ করে তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি পোস্ট করেন। তাঁর বেশিরভাগ ভিডিওই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ধনশ্রী বর্মা কোরিওগ্রাফার হওয়ার পাশাপাশি একজন ইউটিউবারও। তাঁর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। নিজের বিয়ের সময়ও ধনশ্রী ভীষণই ভালো নাচ করেছিলেন, যা ভীষণই প্রশংসিতও হয়েছিল।
অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ শেষে দেশে ফেরেন আইয়ার ও চাহাল৷ তারপরই বিয়ের পিঁড়িতে বসেন টিম ইন্ডিয়ার তারকা লেগস্পিনার৷ একসময় কোরিওগ্রাফার ধনশ্রী দন্ত চিকিৎসকও। নিজের একটি ডান্স কোম্পানিও রয়েছেন চাহাল ঘরণীর৷ ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের হয়ে মাঠে নামার আগে মুম্বইয়ের হয়ে খেলবেন আইয়ার৷ বিজয় হাজারে ট্রফিতে মুম্বইয়ের নেতৃত্ব দেবেন তিনি৷ ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় এই টুর্নামেন্ট৷ বুধবারই ২২ সদস্যের মুম্বই দল বেছে নেয় সলিল আঙ্কোলার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি৷