অ্যান্টিগা: মিচেল স্টার্ক ও তাঁর স্ত্রী অ্যালিসা হিলি অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নেমে সর্বদাই কাজের কাজটা করতে পছন্দ করেন। দুজনেই ক্রিকেটার। গত রবিবার স্টার্ক যখন অ্যাসেজে ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন, ঠিক সেই সময়ই তাঁর স্ত্রী হিলিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচে বাউন্ডারি হাঁকাতে দেখা গিয়েছে। ধারাভাষ্যকার লিসা স্টালেকার একটি ভিডিও পোস্ট করে একথা জানিয়েছেন।



ওইদিন অ্যাসেজ সিরিজের শেষ টেস্টের পঞ্চম দিন বোলিং করছিলেন। সেখানে তাঁর স্ত্রী হিলি ইংল্যান্ড থেকে ৩০০০ কিলোমিটার দূরে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছিলেন।
খেলার মাঠে স্বামী-স্ত্রীর একইসঙ্গে এ ধরনের পারফরম্যান্সের নজির এই প্রথম নয় । গত বছরই আইসিসি বিশ্বকাপে প্রথম দম্পতি হিসেবে সেরা প্লেয়ারের পুরস্কার প্রাপক হন স্টার্ক ও হিলি। ২০১৮-তে মহিলাদের টি ২০ বিশ্বকাপে মোট ২২৫ রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন হিলি। অন্যদিকে, ২০১৫-তে পুরুষদের একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ২২ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন স্টার্ক।
যখন তাঁরা নয় বছরের তখন তাঁদের পরিচয় হয়েছিল। পরে ২০১৬-র ১৫ এপ্রিল তাঁরা বিয়ে করেন।