ওইদিন অ্যাসেজ সিরিজের শেষ টেস্টের পঞ্চম দিন বোলিং করছিলেন। সেখানে তাঁর স্ত্রী হিলি ইংল্যান্ড থেকে ৩০০০ কিলোমিটার দূরে অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলছিলেন।
খেলার মাঠে স্বামী-স্ত্রীর একইসঙ্গে এ ধরনের পারফরম্যান্সের নজির এই প্রথম নয় । গত বছরই আইসিসি বিশ্বকাপে প্রথম দম্পতি হিসেবে সেরা প্লেয়ারের পুরস্কার প্রাপক হন স্টার্ক ও হিলি। ২০১৮-তে মহিলাদের টি ২০ বিশ্বকাপে মোট ২২৫ রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন হিলি। অন্যদিকে, ২০১৫-তে পুরুষদের একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ২২ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন স্টার্ক।
যখন তাঁরা নয় বছরের তখন তাঁদের পরিচয় হয়েছিল। পরে ২০১৬-র ১৫ এপ্রিল তাঁরা বিয়ে করেন।