কিন্তু কথা হল, ব্রিটিশ বোলিংয়ের পাশাপাশি ক্রিকেট মাঠে ইংরেজ ফ্যানদের তীব্র আক্রমণও সামলেছেন স্মিথ। ব্যঙ্গ বিদ্রূপ, তাঁকে শুনিয়ে আপত্তিকর মন্তব্য- সবই চলেছে পুরোদমে। স্মিথ জবাব দিয়েছেন তাঁর ব্যাট দিয়ে, প্রথম ইনিংসে দ্বিশত রান করে। দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে করেছেন ৮২ রান। যে ইংরেজ ভক্তরা এই কদিন স্মিথকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করেছেন তাঁরাই উঠে দাঁড়িয়ে সেলাম ঠুকেছেন তাঁকে। আর এ নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে ইংরেজ ফ্যানদের বিদ্রূপ করেছে তারা।
টুইটে আইসিসি সংস্কৃত কর্ম শব্দটির ব্যাখ্যা করেছে। লিখেছে, কর্ম একটি নাউন। সংজ্ঞা হল, হিন্দু ও বৌদ্ধ ধর্মে বলা হয়েছে, ব্যক্তির কর্মের ওপর তার পরবর্তী অস্তিত্বের প্রকৃতি নির্ধারিত হয়। সঙ্গে এক ফ্যানের ছবি, তিনি মাথার ওপর ঠেলে দিয়েছেন ক্রন্দনরত স্টিভ স্মিথের গত বছরের একটি ছবি।
অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম স্পিনার শেন ওয়ার্ন বলেছেন, টেস্টের জন্য দল বাছতে হলে বিরাটের থেকে স্টিভকে সামান্য এগিয়ে রাখবেন তিনি। তবে তাঁকে না পেলে বিরাট আসবেন অবশ্যই, কারণ তিনি লেজেন্ড।