লন্ডন: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল বিকৃতির ঘটনার জেরে এক বছরের নির্বাসনের মেয়াদ শেষে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটেছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে স্মিথের। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দুটি ইনিংসেই দুরন্ত সেঞ্চুরি করেন তিনি। লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টেও সেই স্মিথকেই দেখা গেল ভিন্ন রূপে। এবার শটের জন্য নয়, বল ছাড়ার জন্য দর্শকদের নজর কেড়ে নিলেন তিনি। স্মিথ ব্যাটিংয়ের সময় যেভাবে বল ছাড়লেন, তা দেখে দর্শকরা তো বটেই, বোলাররাও অবাক হয়ে যান।
রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, জ্যাক কালিস বা তাঁদের আগে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের একেবারে কাছ থেকে বলকে দেখে ছাড়তেন। কিন্তু ৩০ বছরের স্মিথ একেবারে ভিন্ন ভঙ্গিমায় বল ছাড়ছিলেন। কোনও কোনও ক্ষেত্রে তো উইকেটরক্ষকের দিকেও ঘুরে যাচ্ছিলেন তিনি।
স্মিথের এই বল ছাড়ার ভঙ্গি দেখে বেশ মজা পেয়েছেন ক্রিকেট অনুরাগীরাও। স্মিথের বল ছাড়ার একটি ভিডিও ইংল্যান্ড ক্রিকেটের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল। আর এই ভিডিওতে অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন।
টেস্টের তৃতীয় দিনে ব্যাট করতে নেমে ৪০ বলে ১৩ রান করেন স্মিথ। তিনি ম্যাথু ওয়েডের সঙ্গে একটা লম্বা পার্টনারশিপ গড়ার চেষ্টায় ছিলেন।