চলতি বিশ্বকাপে ভারতীয় দল দুর্দান্ত ছন্দে আছে। পাকিস্তানের বিরুদ্ধেও সহজ জয় পায় বিরাট কোহলির দল। ফলে খোশমেজাজেই আছেন গাওস্কর। সেটা তাঁর নাচ দেখেই বোঝা যাচ্ছে।
ভিডিওতে দেখুন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর রণবীর সিংহের সঙ্গে নাচলেন গাওস্কর
Web Desk, ABP Ananda
Updated at:
20 Jun 2019 07:57 PM (IST)
চলতি বিশ্বকাপে ভারতীয় দল দুর্দান্ত ছন্দে আছে। পাকিস্তানের বিরুদ্ধেও সহজ জয় পায় বিরাট কোহলির দল।
NEXT
PREV
নয়াদিল্লি: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল জিতলে একটি জনপ্রিয় হিন্দি গানের তালে নাচবেন বলে বলিউড তারকা রণবীর সিংহকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুনীল গাওস্কর। তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। হরভজন সিংহের ইউটিউব চ্যানেল ‘টার্বুনেটর’-এ সেই ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ১৯৬৯ সালে মুক্তি পাওয়া শাম্মি কপূরের বিখ্যাত ছবি ‘প্রিন্স’-এর জনপ্রিয় গান ‘বদন পে সিতারে’-র তালে নাচছেন রণবীর ও গাওস্কর।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -