নয়াদিল্লি: গতকাল রাতে এবি ডিভিলিয়ার্সের দুরন্ত ব্যাটিংয়ের রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরু দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়েই জয় তুলে নেয় আরসিবি। ডিভিলিয়ার্স ৯০ রানে অপরাজিত থাকেন। আরসিবি-র ইনিংসের সময় এমনও একটা সুযোগ এসেছিলেন, যখন ম্যাচে ফিরে আসতে পারত দিল্লি। ১১ তম ওভারে হর্ষল পটেলের বলে বাউন্ডারির ধারে ট্রেন্ট বোল্ট এমন একটা ক্যাচ ধরলেন, যা দর্শক তো বটেই, মাঠের খেলোয়াড়দেরও স্তম্ভিত করে দেয়। হর্ষলের প্যাডের কাছে দেওয়া ফুলটসে ফ্লিক করেন আরসিবি-র অধিনায়ক বিরাট কোহলি। বল তখন বাউন্ডারি টপকে চলে যাচ্ছিল। কিন্তু বোল্ট কার্যত সুপারম্যানের মতো বলটি ক্যাচ করলেন। একেবারে বাউন্ডারির ধারে লাফিয়ে এক হাতে ক্যাচ নেন বোল্ট। কিন্তু ফলো থ্রুতে বাউন্ডারির দিকে চলে যেতে থাকেন তিনি। কিন্তু বাউন্ডারি পেরোনোর আগেই মাটিতে পড়ে যান বোল্ট। তাঁর শরীর থেকে যায় বাউন্ডারি লাইনের ভেতরেই। এই ক্যাচ কোহলিকেও স্তম্ভিত করে দেয়।  দেখুন সেই ক্যাচ