গতকাল জোহানেসবার্গে ব্যাট করতে নেমে বড় রান করতে পারেননি রায়না। কিন্তু দ্রুত রান তোলার মানসিকতায় যে বিশাল ছক্কাটি হাঁকান তিনি, তা ছিল দেখবার মতো। ওই ছক্কা দিয়েই যেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘোষণা করলেন ৩১ বছরের রায়না। গতকাল তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় দল। ভারতীয় দলের ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলটি রায়নাকে লেগ স্ট্যাম্পের বাইরে ফুলার লেংথে করেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেন প্যাটারসন। বাঁহাতি রায়না লেগের দিকে সরে গিয়ে বলটি মিড উইকেটের ওপর দিয়ে পুল করেন। শটে এত জোর ছিল যে, বাউন্ডারি ছাড়িয়ে অনেকটা দূরে গিয়ে পড়ল। ওই শট দেখে রোমাঞ্চিত হয়ে উঠতে দেখা যায় অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকেও। যদিও বেশিক্ষণ ক্রিজে ছিলেন না তিনি। ৭ বলে ১৫ রানের ইনিংস খেলে আউট হন তিনি।
এরপর ফিল্ডিং করতে নেমেও তিনটি ক্যাচ নেন রায়না। তবে সবচেয়ে দর্শনীয় ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জেপি ডুমিনির ক্যাচটি।
২০৩ রান তাড়া করতে নেমে এক উইকেট হারিয়ে তখন দ্রুত রান তোলার চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। ভূবনেশ্বর কুমারের একটি নাকল ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টা করলেন ডুমিনি। মিড উইকেট উইকেটে বল অনেকটা উপরে উঠে যায়। রায়না সেই সময় মিড উইকেটেই ফিল্ডিং করছিলেন। পিছন দিক থেকে অনেকটা দৌড়ে এসে দুরন্ত ক্যাচ নেন তিনি।