কলকাতা:বাউন্ডারি লাইনে শরীর শূন্যে ভাসিয়ে পাখির মতো ক্যাচ নিলেন বাংলাদেশের ফিল্ডার তাইজুল ইসলাম। তাঁর ওই দুরন্ত ক্যাচে শেষ হল ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির দৃষ্টিনন্দন ১৩৬ রানের ইনিংস। তাইজুলকে এভাবে ক্যাচ নিতে দেখে নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছিল না কোহলির। ইডেনের গ্যালারি ওই দুরন্ত ক্যাচের জন্য কুর্ণিশ জানাল তাইজুলকে।
৮১ তম ওভারে বাংলাদেশ নতুন বল নেয়।ইবাদাত হোসেনের হাতে সেই বল তুলে দেন বাংলাদেশের অধিনায়ক। সেঞ্চুরির পর বিধ্বংসী মেজাজে খেলছিলেন কোহলি। ব্যাটসম্যানের লেগ সাইডে একটা ফুলার ডেলিভারি করেন বোলার। ফাইন লেগ অঞ্চলে ফ্লিক করে বল তুলে মেরেছিলেন কোহলি। ব্যাটে-বলে সংযোগটাও খুব ভালো হয়েছিল। সবাই ভাবছিলেন বল সীমানার ওপারে চলে যাবে। কিন্তু অন্যরকম ভেবেছিলেন স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা তাইজুল। নিজের ডানদিকে শরীর শূন্যে ছুঁড়ে দিয়ে বল তালুবন্দী করে নিলেন তিনি। ওই ক্যাচ দেখে কোহলি অবাক হয়ে যান। তাঁর মুখে অবিশ্বাসের হাসি সে কথাই জানান দিচ্ছিল।প্যাভিলিয়নে ফিরে যেতে যেতে কোহলি দেখছেন তাঁকে স্যালুট জানাচ্ছেন ইবাদাত।
১৯৪ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ১৮ টি বাউন্ডারি।



ভারত বনাম বাংলাদেশের চলতি দিন-রাতের গোলাপি বলের টেস্টের প্রথম দিন গতকাল দুরন্ত ক্যাচ ধরেছিলেন রোহিত শর্মা ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা। এদিন তাইজুলের ক্যাচ সবার প্রশংসা আদায় করে নেয়।