দেখুন: ভাজ্জির জন্মদিনে চমক ট্যাক্সি চালকের গান ও নেহরার নাচ
ABP Ananda, web desk | 03 Jul 2018 03:20 PM (IST)
লন্ডন: ভারতের সিনিয়র স্পিনার হরভজন সিংহ ৩৮ বছরে পা দিলেন আজ। জন্মদিনের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন টার্বুনেটর। কিন্তু জন্মদিনে সবচেয়ে বড় চমকটা তাঁকে দিলেন ইংল্যান্ডের এক ট্যাক্সি চালক। ভারত বনাম ইংল্যান্ড সিরিজে ধারাভাষ্যের কাজে ভাজ্জি এখন ম্যাঞ্চেস্টারে রয়েছেন। আশিষ নেহরা সহ কয়েকজন বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। ঠিক তখনই ওই ট্যাক্সি চালক হরভজনের মন জিতে নিলেন।হারমোনিয়ামে ভারতের বিখ্যাত স্পিনারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গান করলেন তিনি। ভাজ্জি তখন ওই গান নিজের মোবাইলে রেকর্ড করছেন, তখন নেহরা গানের তালে পা মেলালেন। অন্যান্যরাও বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গলা মেলালেন। আজ টি ২০ ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ভারতের ইংল্যান্ড সফর। ভাজ্জি ও নেহরা হিন্দি ধারাভাষ্যকারদের দলে রয়েছেন।