কলম্বো: শ্রীলঙ্কা সফর অপরাজিতভাবে শেষ করেছে টিম ইন্ডিয়া। টেস্ট, ওডিআই এবং টি-২০- সিরিজের সব কটি ম্যাচই জিতে নিয়েছে বিরাট কোহলির দল। সিরিজের পঞ্চম একদিনের ম্যাচে সেঞ্চুরি করে রিকি পন্টিংকে ছুঁয়েছেন কোহলি। তাঁর সামনে এখন শুধু সচিন তেন্ডুলকর।
কোহলিকে ব্যাটিং করতে দেখা তাঁর অনুরাগীদের কাছে দারুন ব্যাপার। শ্রীলঙ্কা সফরটা কেটেছে বেশ খোলামেলা মেজাজে। শ্রীলঙ্কায় গলির ক্রিকেটেও ব্যাট করতে দেখা ভারতীয় দলের রান মেশিনকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিওতে কোহলিকে বাঁহাতে ব্যাট করতে দেখা গেল।