দেখুন :এবারের বিশ্বকাপের প্রথম গোল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jun 2018 02:57 PM (IST)
মস্কো: ইতিহাসে নাম তুলে ফেললেন রাশিয়ার লুরি গাজিনস্কি। এবারের ফুটবল বিশ্বকাপে প্রথম গোলটি করলেন তিনি। দেশের মাঠে সমর্থকদের সামনে সৌদি আরবের বিরুদ্ধে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচের ১২ মিনিটে গোলটি করেন লুরি। গতকাল লুঝনিকি স্টেডিয়ামের ম্যাচে ডিফেন্সে প্রচুর ত্রুটি দেখা গিয়েছে সৌদি আরবের খেলায়। ডিফেন্সের সেই ত্রুটিকে কাজে লাগিয়েই গোল করে যান লুরি। আলেকজান্ডার গোলোভিনের বাঁকানো ক্রস যখন এল তখন ফাঁকা জায়গায় দাঁড়িয়ে ছিলেন লুরি। তাঁকে সৌদি দলের কেউ মার্ক করেননি। লুরি সঙ্গে সঙ্গে বলে হেড করে জালে জড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে ৮০ হাজার দর্শকের গ্যালারিতে উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়।