মোহালি: বিগত কিছুদিন নজরকাড়া পারফরম্যান্সের মাধ্যমে অনুরাগীদের মন জয় করে নিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। বিশ্বকাপ থেকেই যেন নতুন ছন্দে দেখা যাচ্ছে জাডেজাকে। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং-তিন বিভাগেই নিজেকে সম্পূর্ণ নতুন করে মেলে ধরেছেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে তাঁর নায়কোচিত ইনিংস সকলেরই স্মৃতিতে এখনও তাজা। তারপরও একইধরনের পারফরম্যান্স অব্যাহত রেখেছেন তিনি। গতকাল মোহালিতে দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে চলতি টি ২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে কয়েকটি ভালো ক্যাচ দেখা গিয়েছে। এগুলির মধ্যে রয়েছে নিজের বোলিংয়ে জাডেজার দুরন্ত রিফ্লেক্স ক্যাচ।
তাঁর ওই ক্যাচ প্যাভিলিয়নে ফিরিয়ে দেয় রাসি ভ্যান ডার ডুসেনকে।
১৩ তম ওভারে জাডেজার প্রথম বল এগিয়ে এসে লেগ সাইডে তুলে মারার চেষ্টা করেন ডুসেন। ফলোথ্রু তখনও শেষ হয়নি জাডেজার। বল আসতে দেখেই শরীর ছুঁড়ে দুই হাতে ক্যাচ ধরেন তিনি।



এর আগেই দুরন্ত ক্যাচ নিয়ে কুইন্টন ডি কককে ফেরান ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ম্যাচের পর জাডেজা জানিয়েছেন কীভাবে তিনি এই ক্যাচ নিয়েছেন। দলের বোলিং কোচ আর শ্রীধরের সঙ্গে আলাপচারিতায় জাডেজা বলেছেন, ব্যাটসম্যান কীভাবে এবং কোথায় বল হিট করতে পারেন, তার অনুমান করার চেষ্টা করেন তিনি। ফলে বল কোথায় যাচ্ছে, তার একটা আগাম অনুমান করা যায়। তিনি সবসময়ই ঝাঁপানোর চেয়ে নিজের আয়ত্তের মধ্যে গিয়ে বলের কাছে পৌঁছনোর চেষ্টা করেন বলেও জানিয়েছেন জাডেজা।