নয়াদিল্লি: এশিয়া কাপে দাপটের সঙ্গে খেলছে ভারত। ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। গত চারটি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে পাকিস্তানকে একবার গ্রুপ পর্যায়ে, পরের বার সুপার ফোরের ম্যাচে ধরাশায়ী করেছে মেন ইন ব্লু।

সুপার ফোরের ম্যাচে ৯ উইকেটে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে ভারত।এই জয়ের পর ভারতীয় দলের খেলোয়াড়রা ড্রেসিংরুমে জমিয়ে মজা করেছেন। আর কেদার যাদব তো এক পাক নেচেই নিয়েছেন।




বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার ও শিল্পা শেঠ্ঠির ‘চুরা কে দিল মেরা’ গানে ড্যান্স করলেন কেদার। ওই সময় ড্রেসিংরুমে দলের সমস্ত খেলোয়াড়রাই উপস্থিত ছিলেন। কেদারের এই নাচের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

কেদার ওপেনার শিখর ধবনের ব্যাট নিয়ে গিটার বাজানোর ভঙ্গিও করেন। তা দেখে সহ খেলোয়াড়রা হাসিতে ফেটে পড়েন।



ওই দিন ছিল অম্বাতি রায়ডুর জন্মদিন। এমন সুযোগ আর কে হারাতে চায়! মহেন্দ্র সিংহ ধোনি সহ অন্যান্যা খেলোয়াড়রা রায়ডুর মুখে কেক মাখিয়ে দেন।