হায়দরাবাদ: ‘নার্ভাস ৯০’ মিলিয়ে দিল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের কোচ রাহুল দ্রাবিড় এবং সেই দলের প্রাক্তন সদস্য ঋষভ পন্থকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে পরপর দুই ইনিংসে ন’য়ের ঘরে আউট হলেন পন্থ। দুই ইনিংসেই তাঁর রান ৯২। ১৯৯৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে পরপর দুই ইনিংসে যথাক্রমে ৯২ ও ৯৩ রান করে আউট হন দ্রাবিড়। আজ সেই অনাকাঙ্খিত রেকর্ড স্পর্শ করলেন পন্থ।



রাজকোট টেস্টের প্রথম ইনিংসে শতরানের দোরগোড়ায় গিয়ে দেবেন্দ্র বিশুর বলে কিমো পলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছিলেন পন্থ। আজ ফের শতরানের আশা জাগিয়েও তিনি শ্যানন গ্যাব্রিয়েলের বলে শিমরন হেমমায়ারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। টেস্টে এই নিয়ে পরপর তিন ইনিংসে ৯০ বা তার বেশি রান করলেন পন্থ।