লাহৌর: ২০১৪ সালে ট্র্যাফিক সিগন্যাল ভাঙার পর পুলিশকর্মীর সঙ্গে জামেলায় জড়িয়ে জেলে যেতে হয়েছিল। কিন্তু সেই ঘটনা থেকে শিক্ষা নেননি পাকিস্তানের ক্রিকেটার উমর আকমল। তিনি ফের ট্র্যাফিক আইন ভঙ্গ করলেন। পাকিস্তান সুপার লিগের ফাইনালের আগে এই ঘটনায় বিতর্ক শুরু হয়েছে।

লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে নিজের গাড়ি নিয়ে অনুশীলনে যাচ্ছিলেন আকমল। তিনি গাড়ির নাম্বার প্লেট নিজের মতো করে নিয়েছেন। পাকিস্তানের ট্র্যাফিক আইন অনুসারে এটা বেআইনি। সেই কারণে আকমলের গাড়ি থামান আবগারি, আয়কর ও মাদক বিভাগের আধিকারিকরা। তাঁরা ওই নাম্বার প্লেট খুলে নিতে বলেন। কিন্তু সেই নির্দেশ মানার বদলে বচসায় জড়ান আকমল। শেষপর্যন্ত অবশ্য নাম্বার প্লেট খুলে নেওয়া হয়।

২৬ বছর বয়সি আকমল পাকিস্তানের হয়ে ১১৬টি একদিনের ম্যাচ, ৮২টি টি-২০ এবং ১৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। তবে মাঠে ও মাঠের বাইরে বহুবার বিতর্কে জড়িয়েছেন তিনি।

দেখুন, আকমলের নয়া বিতর্ক