নয়াদিল্লি: শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ডের মধ্যে একদিনের সিরিজের পঞ্চম তথা চূড়ান্ত ম্যাচে পাক আম্পায়ার আলিম দারের অসাধারণ পেশাদারিত্ব প্রশংসা আদায় করে নিল ক্রীড়াপ্রেমীদের। মঙ্গলবারের ওই ম্যাচে, শ্রীলঙ্কা ৩৬৭ রানের বিশাল লক্ষ্য সামনে রাখে। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ে ইংল্যান্ড। গত চারটি ম্যাচের মতো ওই ম্যাচেও বৃষ্টি ব্যাঘাত ঘটায়। কিন্তু বৃষ্টিতে ভিজেও মাঠেই দাঁড়িয়ে থাকলেন আলিম দার। টিভি আম্পায়ারের সিদ্ধান্ত ঘোষণার পরই মাঠ ছাড়লেন তিনি।
ইংল্যান্ডের ইনিংসের ২৭ তম ওভারে ওই ঘটনা ঘটে। ইংল্যান্ডের রান তখন ৭ উইকেটে ১৩২। অফস্পিনার আকিলা ধনঞ্জয়ের বল লিয়াম প্লুঙ্কেটের প্যাডে লাগে। আম্পায়ার আলিম দার আউট দেন। কিন্তু ব্যাটসম্যান রিভিউ চান। ওই সময় বৃষ্টি শুরু হয়ে যায়।
খেলোয়াড়রা যে যার ড্রেসিংরুমে ফিরে যান। আলিম দার মাঠেই অপেক্ষা করেন ডিআরএসের জন্য। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে ডিআরএসে। সেই সিদ্ধান্ত ঘোষণা করে তবেই মাঠ ছাড়েন আলিম দার।