কিংবদন্তী স্পিনার বিষেণ সিংহ বেদী ট্যুইট করে এই বোলিং অ্যাকশনের প্রশংসা করেছেন। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে শিবা জানিয়েছেন, ‘আমি একদিনের ও টি-২০ ম্যাচে বিভিন্ন ধরনের বোলিং অ্যাকশন ব্যবহার করি। এবারও সেটা করেছি। কারণ, বাংলার ব্যাটসম্যানরা পার্টনারশিপ গড়ে তুলছিল। আম্পায়াররা কেন ডেড বল ঘোষণা করলেন জানি না। বিজয় হাজারে ট্রফিতে কেরলের বিরুদ্ধেও ৩৬০ ডিগ্রি বল করেছিলাম। সেখানে কোনও সমস্যা হয়নি। ব্যাটসম্যানরা বোলারদের বিরুদ্ধে রিভার্স স্যুইপ বা স্যুইচ হিট করে। কিন্তু বোলাররা সেরকম কিছু করলেই ডেড বল হয়ে যায়।’ ভিডিওতে দেখুন, ৩৬০ ডিগ্রি ঘুরে বোলিং!
Web Desk, ABP Ananda | 08 Nov 2018 07:24 PM (IST)
ছবি সৌজন্যে বিসিসিআই
নয়াদিল্লি: ক্রিকেটে অনেক অদ্ভুত ধরনের বোলিং অ্যাকশন দেখা যায়। কিন্তু তাই বলে ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে বোলিং! সেটাই করে দেখিয়েছেন উত্তরপ্রদেশের তরুণ বাঁ হাতি স্পিনার শিবা সিংহ। অনূর্ধ্ব-২৩ সি কে নায়ডু ট্রফিতে বাংলার বিরুদ্ধে ম্যাচে এভাবে বল করেন শিবা। আম্পায়ার বিনোদ সেশন বলটি পরিত্যক্ত ঘোষণা করেন।