রায়পুর: ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের কয়েকদিন বাকি থাকতেই ফের বড় আঘাত মাওবাদীদের। দান্তেওয়াড়া জেলায় আইইডি বিস্ফোরণ ঘটিয়ে একটি বাস উড়িয়ে দিল তারা। এক সিআইএসএফ জওয়ান ও তিনজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বিস্ফোরণে। দুজন সিআইএসএফ জওয়ান জখমও হয়েছেন বলে জানিয়েছেন দান্তেওয়াড়ার পুলিশ সুপার অভিষেক পল্লব।
এটি ছত্তিশগড়ে গত ১ মাসে তৃতীয় মাওবাদী হামলা।
দান্তেওয়াড়ায় বাছেলি নামে এক পাহাড়ি এলাকায় মাওবাদীরা এই নাশকতা ঘটিয়েছে। পুলিশকর্তাটি জানান, নিরাপত্তাকর্মীরা বাজার থেকে মাসকাবারির জিনিসপত্র কিনে তাঁদের ক্যাম্পে ফেরার সময় বিস্ফোরণ হয়। ওই জওয়ান ছাড়াও বাসের চালক, কন্ডাক্টর, খালাসি নিহত হন।
প্রথম দফার ভোটগ্রহণের জন্য ওই এলাকায় যে সিআইএসএফ ইউনিটকে মোতায়েন করা হয়েছে, নিহত জওয়ানরা ছিলেন তার সদস্য।
আগামী সপ্তাহে দু দফায় নির্বাচন মধ্যপ্রদেশে। ১২ ও ২০ নভেম্বর। প্রথম দফায় ভোট হবে বস্তার এলাকার মাওবাদী অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলিতে।
আগামীকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর রাজ্যে সভা করার কথা। রাজনন্দনগাঁওয়ে ভোটপ্রচারে যাত্রা কর্মসূচি রয়েছে রাহুলের। দুই ভিভিআইপি-র সফরের আগের দিন ঘটে যাওয়া বিস্ফোরণের ফলে তাঁদের নিরাপত্তা, সুরক্ষার প্রশ্নটি বড় হয়ে উঠল।
দান্তেওয়াড়ায় বাসে আইইডি বিস্ফোরণ মাওবাদীদের, বাজার সেরে ফেরার পথে হতাহত সিআইএসএফ জওয়ানরা, মৃত চালক, কন্ডাক্টর, খালাসিও
Web Desk, ABP Ananda
Updated at:
08 Nov 2018 03:07 PM (IST)
NEXT
PREV
আজ ফোকাস-এ (aaj-focus-e) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -