কিন্তু নিউজিল্যান্ড ইনিংসে আম্পায়ারিংয়ে একটি গলতি নিয়ে বিতর্ক দানা বাঁধল।
ইনিংসের ষষ্ঠ ওভারে ক্রুনালের বলে ডারিল মিচেলকে এলবিডব্লু আউট ঘোষণা করেন আম্পায়ার। ব্যাটসম্যান ওই সিদ্ধান্তে রিভিউ নেন। কারণ, তাঁর জানা ছিল যে, বল ব্যাটের কাণায় লেগেছে।
আম্পায়াররা যখন রিপ্লে দেখেন তখন হটস্পটে ব্যাটে বল লাগতে দেখা যায়। কিন্তু স্নিকোমিটারে বল ব্যাট পেরিয়ে যাওয়ার সময় কোনও ডিফ্লেকশন দেখা যায়নি। এরপর টিভি আম্পায়ার আউট ঘোষণা করলে মিচেল ও তাঁর সঙ্গী ব্যাটসম্যান কেন উইলিয়ামসন অবাক হয়ে যান।
স্টেডিয়ামের ডিসপ্লে বোর্ডে আউট লেখা ফুটে ওঠার পরও মিচেল মাঠ ছাড়তে অস্বীকার করেন। এরইমধ্যে রোহিত শর্মা আম্পায়ারদের সঙ্গে কথা বলেন। দীর্ঘ আলোচনার পর আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। মিচেলকে ড্রেসিংরুমে ফিরতে হয়।
.