সাত মাস পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন ক্রিস গেইল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Feb 2019 11:22 AM (IST)
গ্রস আইসলেট: দীর্ঘ সাত মাস পর ওয়েস্ট ইন্ডিজ দলে প্রত্যাবর্তন ক্রিস গেইলের। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট উইন্ডিজ। এই দলে রাখা হয়েছে গেইল ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিকোলাস পূরানকে। নির্বাচকদের কমিটির চেয়ারম্যান কোর্টনি ব্রাউনি জানিয়েছেন, আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ আগামী বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, চোটের জন্য পাওয়া যাবে না অভিজ্ঞ ব্যাটসম্যান মার্লন স্যামুয়েলসকে। ব্রাউনি বলেছেন, বিশ্বকাপের প্রস্তুতি চলছে। একদিনের ক্রিকেটে আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে থাকা দলের সঙ্গে নিজেদের শক্তি যাচাইয়ের একটা ভালো সুযোগ থাকছে আসন্ন সিরিজে। গেইল ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ২৮৪টি ম্যাচ খেলেছেন। ব্রায়ান লারার পর রান সংগ্রহের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি।