বেঙ্গালুরু: আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচে একটা মজার ঘটনা ঘটল। আসলে আম্পায়ার শামসুদ্দিন বল পকেটে পুরে তারপর তা বেমালুম ভুলে গেলেন।
রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাটিংয়ের সময় স্ট্র্যাটেজিক টাইম আউটের পর ১৪ তম ওভারে বল করতে আসেন কিংস ইলেভেনের অঙ্কিত রাজপুত।  বোলিং তো করবেন, কিন্তু বল কোথায়! বল খুঁজে না পাওয়ায় পঞ্জাবের অধিনায়ক আর অশ্বিনকে কিছুটা ক্ষুব্ধ দেখায়। এগিয়ে এসে আম্পায়ার শামসুদ্দিনের সঙ্গে কথাও বলেন তিনি।


পুরো ঘটনায় অশ্বিন ও দর্শকরা অবাক হয়ে যান। অন্যদিকে, আরসিবি-র ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স যা কিছু ঘটছে, তা দেখে হেসে ফেলেন।

শেষপর্যন্ত মুশকিল আসান হয় টেলিভিশন ক্যামেরার দৌলতে। অ্যাকশন রিপ্লেতে দেখা যায়, ১৩ তম ওভারের শেষে স্ট্র্যাটেজিক টাইম আউট ঘোষণার সময় অন্য আম্পায়ার ব্রুস ওক্সেনফোর্ড শামসুদ্দিনের হাতে বল তুলে দেন। এরপর শামসুদ্দিন সেই বল নিজের পকেটে রেখে দেন।




এই বিভ্রাটের কারণে খেলা প্রায় মিনিট দুয়েক বন্ধ থাকে।

বুধবারের এই ম্যাচে বোলারদের ভালো পারফরম্যান্স ও ডিভিলিয়ার্সের ৪৪ বলে অপরাজিত ৮২ রানে ভর করে আরসিবি কিংস ইলেভেনকে ১৭ রানে হারিয়ে দেয়।