নয়াদিল্লি: পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর তৃতীয় মরশুমে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দলগুলির মধ্যে তীব্র লড়াই চলছে। এরইমধ্যে মাঠে বিভিন্ন নাটকীয় ঘটনাও দেখা যাচ্ছে। গত বুধবার কোয়েটা গ্লাডিয়েটর্স ও লাহোর কালান্ডারের ম্যাচে এমনই একটা ঘটনা দেখা গেল। ম্যাচের শেষ দিকে যখন লাহোর ম্যাচ জেতার জায়গায় চলে এসেছে তখন বাউন্ডারির ধারে ফিল্ডিং করতে থাকা ইয়াসির শাহর নজর কাড়ার চেষ্টা করছিলেন। সোহেল খান কিন্তু ব্যর্থ হওয়ায় রেগে গিয়ে সোহেল বল ছুঁড়লেন ইয়াসিরকে লক্ষ্য করে। বলটি লেগ স্পিনারের গায়ে লাগেনি। মাথা টপকে গিয়ে মাটিতে পড়ে। এতে প্রচণ্ড খাপ্পা হয়ে ওঠেন ইয়াসির। তিনিও বলটি কুড়িয়ে বোলারের দিকে ছুঁড়ে দেন। দুই খেলোয়াড়কে সামলাতে মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে হয় নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলামকে।





কোয়েটা গ্লাডিয়েটর ব্যাটসম্যান কেভিন পিটারসেন এই ঘটনাকে তাঁর ক্রিকেট কেরিয়ারের 'সবচেয়ে মজা'র ঘটনা বলে মন্তব্য করেছেন।



ওই ম্যাচে ইয়াসির ও সোহেল খানের দল কোয়েটাকে ১৭ রানে হারিয়ে দেয়।