নয়াদিল্লি: তিনি রজনীকান্তের (Rajanikanth) অন্ধ ভক্ত। এতটাই যে, প্রিয় অভিনেতার ছবি হোয়াটসঅ্যাপের ডিপি করে রেখেছেন। সেই রজনীকান্তের জন্মদিনে তিনি সেঞ্চুরি করবেন, আর কোনও উপহার দেবেন না, তা আবার হয় নাকি!


হতাশ করেননি বেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)। ভারতীয় ক্রিকেটের নতুন সেনসেশন রবিবার ঝোড়ো সেঞ্চুরির পর রজনীকান্তের অনুকরণ করলেন সেলিব্রেশন করার সময়। রজনীকান্তের আইকনিক সানগ্লাস পড়ার ঢংয়ে বেঙ্কটেশের সেলিব্রেশন চোখ এড়ায়নি কারও। রবিবারই রজনীকান্ত ৭১ বছর পূর্ণ করলেন। আর তাঁকে সেঞ্চুরির সেলিব্রেশনে স্মরণ করলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা।


রবিবার বিজয় হাজারে ট্রফিতে চণ্ডীগড়ের বিরুদ্ধে ১১৩ বলে ১৫১ রানের ঝকঝকে ইনিংস খেলে মাঠ ছাড়েন বেঙ্কটেশ। ঝোড়ো ইনিংসে তিনি ৮টি চার ও ১০টি ছক্কা মারেন। আইয়ার ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ করেন ৪৫ বলে। মাত্র ৮৮ বলে সেঞ্চুরি করেন তিনি।


চলতি বিজয় হাজারে ট্রফিতে স্বপ্নের ফর্মে রয়েছেন আইয়ার। চার ম্যাচে ৮৭ গড়ে বেঙ্কটেশ আইয়ারের ব্যক্তিগত সংগ্রহ ৩৪৮ রান। স্ট্রাইক রেট? ১৩৮.৬৪। টুর্নামেন্টে সবথেকে বেশি ২০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এর আগের তিনটি ম্যাচে আইয়ারের ব্যক্তিগত সংগ্রহ ছিল যথাক্রমে ১৪, ১১২ ও ৭১ রান।


 






দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা পাওয়ার দাবিদার বেঙ্কটেশ ও রুতুরাজ গায়কোয়াড়।


অন্যদিকে, মুম্বইকে হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy) নক আউট পর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলা বাংলা। রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মুম্বইকে ৬৭ রানে হারিয়ে দিল বাংলা। আর সেই জয়ে সবচেয়ে বড় অবদান রাখলেন অনুষ্টুপ মজুমদার (Anustup Mazumdar) ও শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। দুজনই সেঞ্চুরি করলেন। তিন নম্বরে নেমে অনুষ্টুপ ১২২ বলে ১১০ রান করলেন। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৯৭ বলে ১০৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন শাহবাজ আমেদ। প্রথমে ব্যাট করে বাংলা তুলেছিল ৭ উইকেটে ৩১৮ রান। মুম্বই ৪১ ওভারে ২২৩/৮ তোলার. পর বৃষ্টি নামে। ভিজেডি পদ্ধতিতে বাংলাকে ৬৭ রানে জয়ী ঘোষণা করা হয়।