নয়া দিল্লি : দুই দিনের সফরে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসী যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকালই সেখানে পৌঁছচ্ছেন। এই সফরে প্রথম ধাপে নবনির্মিত কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করবেন তিনি।
পিএমও থেকে জানানো হয়েছে, আগামীকাল, ১৩ ডিসেম্বর দুপুর ১টা নাগাদ কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রার্থনা করবেন। তারপর তিনি প্রথম ধাপে নির্মিত কাশী বিশ্বনাথ ধামের উদ্বোধন করবেন। ৩৩৯ কোটি টাকায় তা নির্মাণ করা হয়েছে।
২০১৯ সালের ৮ মার্চ এই প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী। প্রকল্পের সমস্ত পর্যায় নিয়ে গভীর ও সক্রিয় আগ্রহ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। নিয়মিত খবর নেওয়া, পর্যালোচনা এবং পর্যবেক্ষণ প্রধানমন্ত্রী নিজেই করেছেন। তিনি ক্রমাগত ইনপুট দিয়ে গেছেন। প্রকল্পের উন্নতিসাধন এবং বিশেষভাবে সক্ষম-সহ তীর্থযাত্রীদের প্রবেশে সুবিধা করে তুলতে বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন।
প্রকল্পের প্রথম পর্যায়ে মোট ২৩টি ভবনের উদ্বোধন করা হবে। থাকছে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে আসা তীর্থযাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান । এর মধ্যে রয়েছে- যাত্রী সুবিধা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, বৈদিক কেন্দ্র, মুমুকশু ভবন, ভোগশালা, সিটি মিউজিয়াম, ভিউয়িং গ্যালারি, ফুড কোর্ট সহ অন্যান্য।
এই প্রকল্পে শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরের আশপাশে ৩০০টিরও বেশি সম্পত্তি ক্রয় ও অধিগ্রহণ জড়িত ছিল।