নয়াদিল্লি: গত শুক্রবার রাজস্থান রয়্যালয়ের বিরুদ্ধে ম্যাচে সবার নজর কেড়ে নিয়েছিলেন শেন ওয়াটসন। অসি অলরাউন্ডারের ৫৭ বলে ১০৬ রানেপ ইনিংসের সৌজন্য হোম গ্রাউন্ড পুনেকে রয়্যালসের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ব্যাট হাতে এই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু ওই ম্যাচ চলাকালে একটি ঘটনা তুলে ধরল অনুরাগীদের মধ্যে তাঁর জনপ্রিয়তার কতটা তুঙ্গে। সুরেশ রায়নার পর যখন মাহি ব্যাট করতে নামলেন, তখন তাঁর এক ফ্যান নিরাপত্তাবেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়লেন। সোজা দৌড়ে এসে ধোনির পা ছুঁলেন ওই ফ্যান। তিনি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে কথা বলারও সুযোগ পান। মনে করা হচ্ছে, ধোনি এমন কিছু বলেছেন যা তাঁর হৃদয় ছুঁয়ে গিয়েছে।



ম্যাচ চলাকালে ধোনিকে ঘিরে এ ধরনের ঘটনা নতুন নয়। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের সময়ও একজন অনুরাগী একই ঘটনা ঘটিয়েছিলেন।




গত জানুয়ারিতে বিজয় হজারে ট্রফির ম্যাচ চলাকালেও এই দৃশ্য দেখা গিয়েছিল।