চলতি বিশ্বকাপে ভারতীয় দল এখনও অপরাজিত। পাঁচ ম্যাচে বিরাটদের পয়েন্ট নয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রাখাই ভারতের লক্ষ্য। দেখুন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে জিমে ওজন তুলছেন বিরাট কোহলি
Web Desk, ABP Ananda | 25 Jun 2019 08:02 PM (IST)
চলতি বিশ্বকাপে ভারতীয় দল এখনও অপরাজিত। পাঁচ ম্যাচে বিরাটদের পয়েন্ট নয়।
ম্যাঞ্চেস্টার: বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। এই ম্যাচ জিতলেই শেষ চারে যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যাবে। এহেন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অত্যন্ত সতর্ক ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি নেটের মতোই জিমেও কঠোর পরিশ্রম করছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ভিডিও আপলোড করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, জিমে ওজন তুলছেন ভারত অধিনায়ক।